Thursday, March 13, 2025
Homeচাকরিঅষ্টম শ্রেণী পাশে রাজ্যে চাকরির আবেদন শুরু | 8 Pass Job West...

অষ্টম শ্রেণী পাশে রাজ্যে চাকরির আবেদন শুরু | 8 Pass Job West Bengal

8 Pass Job West Bengal: অষ্টম শ্রেণি পাশেই রাজ্যে চাকরি! আবেদন ও বেতন

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে সম্প্রতি একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করা হয়েছে।

বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। নিচে নিয়োগের বিস্তারিত তথ্য দেওয়া হলো।

8 Pass Job West Bengal

নিয়োগের পদের তালিকা ও বেতন কাঠামো

পদ – শিক্ষাগত যোগ্যতা – বেতন (মাসিক) – বয়সসীমা

1) হেল্পার (Helper) – অষ্টম শ্রেণি পাশ – ₹৫,০০০ – ২১-৪০ বছর

2) কুক (Cook)- অষ্টম শ্রেণি পাশ – ₹৭,০০০ – ২১-৪০ বছর

3) কর্মবন্ধু (Karmabandhu) – অষ্টম শ্রেণি পাশ – ₹৫,০০০ – ২১-৪০ বছর

4) দারোয়ান -কাম – নাইট গার্ড – অষ্টম শ্রেণি পাশ – ₹৬,০০০ – ২১-৪০ বছর

5) কেয়ার টেকার (Caretaker) – মাধ্যমিক পাশ – ₹2৯,০০০ – ২১-৪০ বছর

6) সুপারি নটেন ডেন্ট (Superintendent) – স্নাতক পাস (স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে) – ₹১৫,০০০ – ২১-৪০ বছর

আরও পড়ুন: Bsf Recruitment 2024 : মাধ্যমিক পাশে BSF কনস্টেবল নিয়োগ

নিয়োগ প্রক্রিয়া :-

শুধুমাত্র ইন্টারভিউ

কর্মবন্ধু, দারোয়ান-কাম-নাইট গার্ড, হেল্পার, কুক এই পদগুলোর জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীরা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হবেন।

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ

কেয়ারটেকার, সুপারিনটেনডেন্ট এই পদগুলোর জন্য প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।

আবেদন পদ্ধতি

অফলাইন আবেদন: প্রার্থীদের আবেদনপত্র ডাউনলোড করে পূর্ণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র সহ নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা পোস্টের মাধ্যমে পাঠানো যাবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

The Office Of The Project Officer-cum-district Welfare Officer,
Backward Classes Welfare & Tribal Development,
Malda, Cemetery Road Near BT College,
Po Malda, Ps English Bazar,
Dist Malda, Pin 732101

আবেদনের শেষ তারিখ

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১২ ডিসেম্বর, ২০২৪ (বিকেল ৪ টার মধ্যে)

গুরুত্বপূর্ণ নির্দেশনা

আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা অতিক্রম না করার জন্য সাবধান হন।

প্রার্থীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদ নির্বাচন করতে হবে

বিজ্ঞপ্তি এবং আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন।

অফিসিয়াল নোটিশ: CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE

FORM DOWNLOAD LINK:- CLICK HERE

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ | Wb Amin Recruitment

আরও পড়ুন: কৃষকদের জন্য ১১৩ কোটি টাকার ঋণ মঞ্জুর সরকারের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular