Friday, March 14, 2025
Homeপ্রকল্পDuare Sarkar Camp 2025: নতুন বছরে আসছে দুয়ারে সরকার , কবে এবং...

Duare Sarkar Camp 2025: নতুন বছরে আসছে দুয়ারে সরকার , কবে এবং কোথায় জানুন

Duare Sarkar Camp 2025: জনগণের দরজায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার এক সফল মডেল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচি।

২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের সূচনা করেন, যার লক্ষ্য ছিল—মানুষকে ঘরের কাছেই সব ধরনের সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া, যাতে আর দফতর থেকে দফতরে ঘুরতে না হয়।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রতি বছরই এই কর্মসূচির জনপ্রিয়তা বেড়েছে, আর ২০২৫ সালে সেই ধারা আরও জোরালোভাবে এগিয়ে নিতে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ক্যাম্প আয়োজন করা হবে। এবার আপনার এলাকায় কবে ক্যাম্প হবে? চলুন, বিস্তারিত জেনে নিই।

Duare Sarkar Camp 2025

ক্যাম্পের তারিখ ও সময়কাল

২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প চলবে। তবে কিছু নির্দিষ্ট দিন এই সময়সূচির বাইরে রাখা হয়েছে:

গঙ্গাসাগর মেলা (১৪-১৬ জানুয়ারি)

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন (২৩ জানুয়ারি)

সাধারণতন্ত্র দিবস (২৬ জানুয়ারি)

এ সময়ে ক্যাম্প স্থগিত থাকবে, তবে এই বিরতির পর রাজ্যজুড়ে প্রতিটি অঞ্চলে ক্যাম্প ফের চালু হবে।

আরও পড়ুন: Wb Group C Recruitment 2025: পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ শুরু

আপনার এলাকায় ক্যাম্পের সময়সূচি কিভাবে জানবেন?

আপনার নির্দিষ্ট এলাকার ক্যাম্পের তারিখ ও স্থান জানতে হলে

1) সরকারি ওয়েবসাইট ds.wb.gov.in ভিজিট করুন।

2) সেখানে “Find Your Camp” অপশনে ক্লিক করে:

3) আপনার জেলা ও ব্লক নির্বাচন করুন।

4) পর্দায় আপনার এলাকায় ক্যাম্পের নির্দিষ্ট সময়সূচি ও স্থান দেখতে পাবেন।

    দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন পরিষেবা পাবেন?

    দুয়ারে সরকার ক্যাম্পে অংশগ্রহণ করে আপনি বিভিন্ন জনপ্রিয় এবং দরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এর মধ্যে রয়েছে:

    খাদ্যসাথী (রেশন কার্ড সংক্রান্ত কাজ)

    স্বাস্থ্যসাথী (স্বাস্থ্যবিমার সুবিধা)

    জাতিগত শংসাপত্র (SC/ST/OBC)

    কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী

    লক্ষ্মীর ভান্ডার (মাসিক আর্থিক সাহায্য)

    বাংলার বাড়ি (গৃহ নির্মাণ প্রকল্প)

    মানবিক, কৃষক বন্ধু, জয় জোহার

    এছাড়া, আরও নানা সরকারি প্রকল্পের সুবিধা এখানে পাওয়া যাবে, যা আপনার জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক।

    দুর্গম এলাকায় বিশেষ ব্যবস্থা

    রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে মানুষ প্রায়ই পরিষেবা থেকে বঞ্চিত হন, তাদের জন্য অতিরিক্ত ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।

    স্বাস্থ্যসাথী কার্ড, কাস্ট সার্টিফিকেট, কিংবা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা যাঁরা এখনো পাননি, তাঁরা এবার সরাসরি ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন।

    বাংলার বাড়ি প্রকল্প: নতুন দিগন্ত

    বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতির কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ইতিমধ্যেই ১২ লক্ষ মানুষ প্রথম কিস্তির সুবিধা পেয়েছেন, এবং আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আরও ১৬ লক্ষ মানুষ এই প্রকল্পে উপকৃত হবেন।

    মানুষের জন্য, মানুষের পাশে

    দুয়ারে সরকার ক্যাম্প সরকারের মানুষকেন্দ্রিক চিন্তাধারার প্রতিফলন। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এটি এমন একটি উদ্যোগ, যা সরাসরি মানুষের প্রয়োজন পূরণ করে।

    ২০২৫ সালের ক্যাম্পগুলি রাজ্যবাসীর কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে আরও কার্যকরী ভূমিকা নেবে।

    এখনই প্রস্তুতি নিন! আপনার এলাকায় ক্যাম্প কবে, কোথায় হচ্ছে তা দেখে নিয়ে সরকারি সুযোগ গ্রহণের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না।

    আরও পড়ুন: Milan Utsav Job Fair: শুরু হচ্ছে চাকরির মেলা, ইন্টারভিউ দিয়ে চাকরি পান

    আরও পড়ুন: Metro Rail Recruitment 2025: মাধ্যমিক পাসেই কলকাতা মেট্রো রেলে চাকরির সুযোগ

    WhatsApp Channel Join Now
    Telegram Channel Join Now
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular