Lakhir Bhandar Payment Increase: পশ্চিমবঙ্গে শাসকদল ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জন্য নানা প্রকল্প চালু করেছে।
বিশেষ করে মহিলাদের সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী অনেক উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে কন্যাশ্রী, বিধবা ভাতা, এবং লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম।
Lakhir Bhandar Payment Increase
লক্ষ্মীর ভাণ্ডার: মহিলাদের জন্য আর্থিক সহায়তা
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির মহিলারা ১২০০ টাকা পেয়ে থাকেন। এই টাকা তাঁদের ছোটখাটো প্রয়োজন মেটাতে কাজে লাগে। তবে এখন অনেকে ভাতার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন।
সম্প্রতি এমন খবর রটেছে যে সরকার ভাতার পরিমাণ তিনগুণ বাড়িয়ে ৩০০০ টাকা করতে পারে।
যদিও এ নিয়ে এখনো কোনো সরকারি ঘোষণা হয়নি, তবে এই সম্ভাবনায় অনেকেই আনন্দিত।
আরও পড়ুন: আবাসের ক্যাম্প চালু, সবাই টাকা পাবে | Bangla Awas Yojana List 2024
নির্বাচনের আগে নতুন পরিকল্পনা
২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে সরকার নতুন কৌশল নিচ্ছে বলে অনেকে মনে করছেন। সাম্প্রতিক কিছু দুর্নীতির ঘটনায় সরকারের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষকে খুশি করতে ভাতা বাড়ানো হতে পারে একটি বড় পদক্ষেপ।
অন্যদিকে, বিরোধী দল বিজেপি দাবি করেছে, “আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩০০০ টাকা দেব।
আমরা গরিবদের জন্য বাড়ি, বিদ্যুৎ, এবং শৌচাগারের ব্যবস্থাও করব।”
মানুষের প্রত্যাশা বাড়ছে
যদি ভাতার পরিমাণ বাড়ানো হয়, তবে এটি মহিলাদের আর্থিক স্বাধীনতা আরও বাড়াবে। তবে প্রতিশ্রুতি আর বাস্তবায়নের ফারাক অনেক সময় বড় হয়।
সরকারের যে পদক্ষেপই হোক, মানুষ উন্নতির অপেক্ষায়। তাই নতুন পরিকল্পনার সঠিক বাস্তবায়নই মানুষের আস্থা অর্জনের চাবিকাঠি হবে।
Lakhir Bhandar Status Check: Click Here
আরও পড়ুন: Metro Rail Recruitment 2025: মাধ্যমিক পাসেই কলকাতা মেট্রো রেলে চাকরির সুযোগ
আরও পড়ুন: বাংলা আবাসের টাকা এই ব্যাংকে ঢুকবে না, ৬ টি নিয়ম চালু | Bangla Awas Yojana