Jomir Dolil Download: জমির ও বাড়ির দলিলের কপি এখন থেকে অনলাইনে পাওয়া যাবে।
জমি, বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য এখন থেকে আর অন্যের আশায় বসে থাকতে হবে না। এখন থেকে শুধু অনলাইনেই এই জাতীয় সার্টিফিকেটের কপি পাওয়া যাবে।
এর ফলে এক শ্রেণীর দালাল চক্র যারা এইসব কাজের জন্য টাকা কামাতো তাদের সময় শেষ হয়ে গেল। পর্চা সংক্রান্ত কাজ থেকে পৌরসভার মিউটেশন, বিদ্যুৎ মিটারের নাম্বার থেকে শুরু করে নানাবিধ কাজের জন্য ঠিকানার প্রমাণপত্র লাগে আর সব জায়গাতেই দলিলের সার্টিফাইড কপির দরকার পড়ে।
Jomir Dolil Download
এই নথিটি সরকারি খরচ থেকে তুলতে গেলে ১০০ থেকে ১৫০ টাকার দরকার হয়। অথচ কিছু অসাধু মানুষ সাধারণ মানুষের থেকে হাজার হাজার টাকা কামিয়ে নেয় এইসব সার্টিফায়েড কপি তোলার জন্য, কেউ ২০০০ নেয় আবার কেউ ৫০০০ টাকা নেয়।
আমজনতা যাতে হয়রানির শিকার না হয় সেই কারণে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে দলিলের সার্টিফাইড কপি এইবার থেকে অনলাইনে দেওয়া হবে।
জমি, বাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষজ্ঞরা বলছেন যে কোনও সম্পত্তি একাধিক ব্যক্তির নামে যদি থাকে তাহলে মূল দলিল একজনের কাছেই মূলত থাকে।
আরও পড়ুন: Pm Kisan Payment Increase: সব কৃষকদের ১২০০০ টাকা দিবে সরকার
বাকিদের কাছে সার্টিফাইড কপি থাকে আবার ব্যাঙ্ক মর্টগেজের ক্ষেত্রেও এই কপি লাগে তাই তুলে রাখতে হয়। সার্টিফাইড কপি তোলার কত খরচ?
এক্ষেত্রে আবেদনসহ কোর্ট ফি লাগে ১০ টাকা, নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ লাগে ১০ টাকা, সার্চিং ফি লাগে ২ টাকা আর ইন্সপেকশন ফি লাগে ২ টাকা। প্রতিপাতা কপি করতে লাগে ৭:৩০ টাকা ও একটি সার্টিফাইড কপি তুলতে ১৫০ থেকে ২০০ টাকা লাগবে।
কিন্তু একদল অসাধু বা দালাল চক্র এই কাজের জন্য হাজার হাজার টাকা আবেদনকারীর থেকে চেয়ে থাকেন। তবে এবার থেকে আর এমন হয়রানির শিকার হতে হবে না রাজ্যবাসীকে।
কারণ ১৯৮৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন কোটি দলিলের ডিজিটাইজেশন ও তার যাচাই সেরে তা নির্দিষ্ট পোর্টালে তোলার কাজ শেষ করেছে অর্থ দপ্তরের অধীনস্থ ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি।
এরপর দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে। অনলাইনে সার্টিফাইড কপি ডাউনলোড করা বাধ্যতামূল করা হয়েছে ও একান্তই যদি অনুমতি অনলাইনে পাওয়া না যায় তবে কপি তুলতে হবে রেজিস্ট্রি অফিস থেকে।
এতদিন অবধি ২০০৭ থেকে যত জমি বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে তার সার্টিফাইড কপি অনলাইনে পাওয়া যেতো আর এখন থেকে ১৯৮৫ পর্যন্ত রেজিস্ট্রেশন হওয়া সমস্ত দলিলের সার্টিফাইড কপি অনলাইনে পাওয়া যাবে।
তবে ১৯৬৫ সাল পর্যন্ত দলিল ডিজিটাইজেশনের কাজ চলছে ধাপে ধাপে। সেগুলো অনলাইনেই পাওয়া যাবে।
তবে যারা অনলাইনে খুব একটা সাবলীল নন তারা বাংলা সহায়তা কেন্দ্রের থেকে এই সুবিধা পাবেন।
Jomir Dolil Download Online: CLICK HERE
আরও পড়ুন: Metro Rail Recruitment 2025: মাধ্যমিক পাসেই কলকাতা মেট্রো রেলে চাকরির সুযোগ
আরও পড়ুন: Wb Mouza Map Download: ১০০ বছর পর পশ্চিমবঙ্গের ম্যাপ পরিবর্তন হচ্ছে
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে