Nbcfdm West Bengal Recruitment: রাজের কেন্দ্রীয় সরকারি দপ্তর খুব শীঘ্রই বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে।
প্রায় নয় হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যে সকল চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করবেন তাদের জন্য এটা বিশাল বড় একটি সুখবর। কোন পদে নিয়োগ করা হবে, পরীক্ষা পদ্ধতি, মাসিক বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Nbcfdm West Bengal Recruitment
রাজ্য সরকার NBCFDM দপ্তরে ৯ হাজার গ্রপ সি কর্মী পদে নিয়োগ করতে চলেছে। নীচে সেই সকল পদগুলির বিষয়ে যাবতীয় বিবরণ লিখে দেওয়া হল-
ক। পদের নাম- ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার
আবেদনের যোগ্যতা- এই পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে এছাড়া এক বছরের কর্মজীবনের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্য পদের পরিমাণ- ১৪৪ টি।
বয়স সীমা- এই পদের জন্য ২৩-৪৩ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হল ৩৬,৭৬০ টাকা।
খ। পদের নাম- অ্যাকাউন্ট অফিসার
আবেদনের যোগ্যতা- এই পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে এছাড়া দুই বছরের কর্মজীবনের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্য পদের পরিমাণ– ১৬৬ টি
বয়স সীমা-২২ থেকে ৪৩ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হবে ২৭হাজার ৪৫০ টাকা।
গ। পদের নাম- টেকনিক্যাল অফিসার
আবেদনের যোগ্যতা- টেকনোলজিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি ও DCA সার্টিফিকেট থাকার পাশাপাশি উল্লিখিত বিষয় এক বছরের কর্মদক্ষতা থাকতে হবে।
মোট শূন্যপদের সংখ্যা- ২৩১।
বয়স সীমা- ২১-৪৩ বছর বয়স।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ৩০ হাজার ৭৫০ টাকা।
আরও পড়ুন: বিদ্যুৎ বিল ছাড় করলো মমতা, আর দিতে হবেনা বিল!
ঘ। পদের নাম- ডেটা ম্যানেজার
আবেদনের যোগ্যতা- স্নাতক ডিগ্রী পাশ ও কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।
মোট শূন্য পদের সংখ্যা- ৯৯৬টি।
বয়স সীমা- ২১-৪৩ বছর বয়স পর্যন্ত আবেদনকারীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হবে ২৫,৬৫০ টাকা।
ঙ। মাল্টি টাস্কিং অফিসার
আবেদনের যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারী যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ ও ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।
মোট শূন্য পদের সংখ্যা- ১৭৭৪টি।
বয়সসীমা- এই পদে আবেদনের জন্য ১৮ থেকে ৪৩ বছর বয়স হতে হবে।
মাসিক বেতন-মাসিক বেতন হবে ২৩ হাজার ২৫০ টাকা।
চ। পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট
আবেদনের যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
মোট শূন্য পদের সংখ্যা- ১৮৬৫টি।
বয়স সীমা-১৮-৪৩ বছর হতে হবে বয়স।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হবে ২৩ হাজার ২২৫ টাকা।
ছ। পদের নাম- ট্রেনিং ফেসিলিটেটার।
আবেদনের যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
মোট শূন্য পদের সংখ্যা- ১৫৬৬ টি।
বয়স সীমা- ১৮-৪৩ বছর বয়স।
মাসিক বেতন- মাসিক বেতন ২২ হাজার ৭৫০ টাকা।
নিয়োগ পদ্ধতি-
উপরে উল্লেখিত পদগুলির জন্য প্রার্থী নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার যাবতীয় সিলেবাস জানবার জন্য। নেচে দেওয়া অফিশিয়াল লিংকটি থেকে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন পদ্ধতি- www.wbnbcfdmvacancy.in– এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওয়েস্ট বেঙ্গল অপশনটি বেছে নিয়ে অনলাইনে নিজেদের যাবতীয় প্রয়োজনীয় নথি আপলোড করবেন এবং তারপর জমা করে দেবেন।
আবেদন মূল্য- GENERAL/MOBC/ OBC-৩৯৯ টাকা।
SC/ST/BPL- ২৯৯ টাকা।
NOTICE DOWNLOAD: CLICK HERE
আরও পড়ুন: Jomir Dolil Download: জমির, বাড়ির দলিলের কপি এখন থেকে অনলাইনে পাওয়া যাবে
আরও পড়ুন: Itbp Constable Recruitment 2025 | Wb Latest Recruitment 2025
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে