Wednesday, March 12, 2025
Homeট্রেন্ডিংআপনার বাড়িতে ইনকাম ট্যাক্স নোটিশ আসবে এই ভুল করবেন না

আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স নোটিশ আসবে এই ভুল করবেন না

Income Tax Notice: আয়কর বিভাগ সম্প্রতি এমন ছয়টি লেনদেনকে চিহ্নিত করেছে যেগুলোকে এড়িয়ে চলতে বলা হচ্ছে।

যদি সেটা না করা হয় তবে আয়কর বিভাগ থেকে আপনার কাছে নোটিশ যাবে। ব্যাঙ্ক, মিউচুয়াল ফান্ড, ‌ব্রোকার হাউসও সম্পত্তি নিবন্ধকদের নগদ লেনদেনের সীমা সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

চলুন এই ছয়টি লেনদেন সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলি থাকলে আপনি সমস্যায় পড়তে পারেন ও আয়কর বিভাগ কর্তৃপক্ষ আপনাকে নোটিশ পাঠাতে পারে।

Income Tax Notice

১। ১০ লক্ষ টাকার বেশি এফডি জমা করা

এফডির ক্ষেত্রে আপনি যদি ১ বছরে ১০ লক্ষ টাকার বেশি টাকা জমা করেন, তাহলে আয়কর বিভাগ নোটিশ পাঠাতে পারে। এই টাকা একবারেই দিন বা ডিজিটাল পেমেন্ট করুন অথবা কিস্তিতে দিন, আপনার রোজগারের উৎস সম্পর্কে জানতে চাওয়া হবে আর আপনার থেকে এই তথ্য নিয়ে ব্যাঙ্ক এই তথ্য সি বি ডি টিকে জানাবে।

২। ব্যাঙ্কের একাউন্টে নগদ টাকা জমা করুন

সি বি ডি টির নিয়ম অনুযায়ী আপনি যদি কোন‌ও ব্যাঙ্ক অথবা সমবায় ব্যাঙ্কে ১০ লক্ষ টাকা বা তার বেশি জমা করেন তাহলে ব্যাঙ্ক থেকে এই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া হবে ও আপনাকে আয়কর বিভাগ নোটিশ পাঠাতে পারে।

তবে এই নিয়মে কিন্তু চলতি হিসাব ও সময় আমানতের ক্ষেত্রে খাটবে না।

আরও পড়ুন: Pm Kisan Payment Increase: সব কৃষকদের ১২০০০ টাকা দিবে সরকার

৩। সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে

যদি কোন‌ও ব্যক্তি ৩০ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি ক্রয় বা বিক্রয় করেন, তাহলে সম্পত্তি যিনি নগদ মূল্য দিয়ে কিনবেন তাকে অবশ্য‌ই আয়কর কর্তৃপক্ষকে জানাতে হবে। এই পরিস্থিতিতে আয়কর বিভাগ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারেন যে এত বিশাল অঙ্কের লেনদেনের পিছনের উৎস কী, বা কীভাবে এই লেনদেন করলেন।

৪। শেয়ার , মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার ও বন্ডের বৃহৎ লেনদেন

আপনি যদি এই ক্ষেত্রগুলোতে ১০ লক্ষ টাকা বা তার বেশি টাকা বিনিয়োগ করেন তাহলে কোম্পানী বা সত্তাগুলির তরফ থেকে আয়কর বিভাগে রিপোর্ট করা হবে এবং এত বড় লেনদেনের উৎস কী এই বিষয়ে আপনাকে নোটিশ পাঠাবে আয়কর বিভাগ।

৫। ক্রেডিট কার্ডের বিল নগদে পরিশোধ করুন

কার‌‌ও ক্রেডিট কার্ডের বিল যদি ১ লক্ষ টাকার বেশি হয় আর যদি একেবারে সেই নগদ বিল পরিশোধ করা হয় তাহলে আয়কর বিভাগ সেই ব্যক্তিকে একটা নোটিশ পাঠাতে পারে।

এছাড়াও যদি এক‌ই আর্থিক বছরে ১০ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের ক্রেডিট কার্ড বিল নগদে কেউ পরিশোধ করেন তাহলেও আপনাকে নোটিশ পাঠানো হতে পারে।

৬। নগদ লেনদেনের ক্ষেত্রে অনিয়ম ঘটলে

আপনি যদি কোন‌ও বড়ো অঙ্কের লেনদেনের সঙ্গে জড়িয়ে থাকেন তাহলে আয়কর বিভাগের নজরে আসতে পারেন। আপনার রোজগারের হদিশ ‌ও উৎস সম্পর্কে গভীরভাবে তদন্ত করা হতে পারে।

উপরিউক্ত ছয়টি ক্ষেত্রে ই আপনি লেনদেন করলে সমস্যায় করতে পারেন তাই কোন কিছু করবার আগে ভাবনা চিন্তা করুন এবং আইনি পরামর্শনিন এবং এরকম কোন‌ও সমস্যাই ফেঁসে গেলে উকিলের শরণাপন্ন হোন।

আরও পড়ুন: Metro Rail Recruitment 2025: মাধ্যমিক পাসেই কলকাতা মেট্রো রেলে চাকরির সুযোগ

আরও পড়ুন: Wb Mouza Map Download: ১০০ বছর পর পশ্চিমবঙ্গের ম্যাপ পরিবর্তন হচ্ছে

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular