Thursday, July 3, 2025
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরিItbp Constable Recruitment 2025 | Wb Latest Recruitment 2025

Itbp Constable Recruitment 2025 | Wb Latest Recruitment 2025

Itbp Constable Recruitment 2025: বর্তমানে যারা চাকরি করছেন তাদের জন্য একটি বিশাল বড় সুখবর।

ITBP অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে সম্প্রতি নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে যে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Itbp Constable Recruitment 2025

চলুন জেনে নেওয়া যাক নিয়োগের গুরুত্বপূর্ণ বিষয়গুলি-

পদের নাম- কনস্টেবল

শূন্যপদ- ১৩৩ টি শূন্যপদ রয়েছে।

মাসিক বেতন- এই গ্রুপ ডি পদে যারা চাকরি করবেন তাদের মাসিক বেতন ২১,৭০০টাকা থেকে সর্বোচ্চ ৬৯১০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা – এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের যে কোন‌ও একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

আরও পড়ুন: Wb Mouza Map Download: ১০০ বছর পর পশ্চিমবঙ্গের ম্যাপ পরিবর্তন হচ্ছে

বয়সসীমা- ১৮-২৩ বছর বয়স।

আবেদন পদ্ধতি-

এই পদের জন্য প্রথমে ITBP অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, তারপর অনলাইন আবেদন লিংকটি প্রেস করুন। এরপর অনলাইন আবেদন ফর্মটিতে যাবতীয় তথ্য দিয়ে আবেদন করুন এবং জরুরী ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করুন ও সবশেষে সাবমিট করুন।

আবেদন ফি-

GENERAL /OBC /EWS প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। অনান্য ক্ষেত্রে কোন‌ও আবেদন ফি লাগবে না।
আবেদনের তারিখ- এই পদের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে ৪/০৩/২০২৫ তারিখ থেকে ২/০৪/২০২৫ তারিখ পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়া-

শারীরিক মান পরীক্ষা, মেডিকেল পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মধ্য দিয়ে এই নির্বাচন হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনের লিঙ্ক নীচে ডাউনলোড করুন-

Official Notice:- Download

Online Apply:- Click Here

আরও পড়ুন: বিদ্যুৎ বিল ছাড় করলো মমতা, আর দিতে হবেনা বিল!

আরও পড়ুন: Jomir Dolil Download: জমির, বাড়ির দলিলের কপি এখন থেকে অনলাইনে পাওয়া যাবে

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular