Wb Mouza Map Download: যে কোনও রাজ্যের জন্যই রাজ্যের মৌজা ম্যাপ বা মানচিত্র তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই মৌজা ম্যাপ অথবা মানচিত্র তৈরি করার মূল লক্ষ্যই হলো ভূমি রেকর্ড আপডেট করা। কিন্তু প্রায় শত বর্ষ হয়ে গেলেও রাজ্যের জমিভিত্তিক মৌজার মানচিত্রের ক্ষেত্রে কোনও রকম সংস্কার হয় নি।
Wb Mouza Map Download
এবার ১০০ বছর পর পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মৌজা ম্যাপ তৈরি করার জন্য প্রক্রিয়া শুরু করলেন ও ২০২৫ সালে বাংলায় নতুন করে মানচিত্র তৈরি করতে উদ্যোগ নিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্য সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পশ্চিমবঙ্গে নতুন মৌজার জন্য মানচিত্র তৈরি করবেন। সঠিক তথ্য সংগ্রহের জন্য স্যাটেলাইট ছবি, জিও ট্যাগিং, ক্যামেরা ও ড্রোনের সাহায্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর প্রতিটি মৌজার জন্য তথ্য পর্যালোচনা করে মানচিত্র চূড়ান্ত করে দেবে।
বিগত ১০০ বছরের মধ্যেখানে মৌজা মানচিত্রের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করা হলেও অনেক কিছুই বদলে গিয়েছে। আগে যেখানে গ্রাম ছিলো, এখন সেখানে কলকারখানা হয়েছে, শহর হয়েছে।
আরও পড়ুন: আবাসের ক্যাম্প চালু, সবাই টাকা পাবে | Bangla Awas Yojana List 2024
আগে যেখানে মাঠ ছিলো এখন হয়তো সেখানে ফ্ল্যাট। রাস্তাঘাট থেকে এক্সপ্রেস, দোকানপাট থেকে শুরু করে রেললাইন, ব্যবসা বাণিজ্য সমস্তটাই বদলে গিয়েছে আর এই বদলে যাওয়া নতুন জায়গাগুলোর কারণেই মৌজা ম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই মুহূর্তে আমাদের রাজ্যে মোট ৪২ হাজার ৩০২টি মৌজা রয়েছে। মোট ৬৮ হাজার ৪৫৩ টি মৌজার মানচিত্র প্রস্তুত করা হয়েছে ও জলভিত্তিক দ্বীপপুঞ্জসহ মৌজার জন্য পৃথক মানচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবান্ন সূত্রে খবর রাজ্য সরকারের হয়ে ডিরেক্টরেট অফলান্ড রেকর্ড এন্ড সার্ভে বিভাগ এই কাজের দায়িত্ব নিয়েছে।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৌজা ম্যাপ করা হলেও মৌজা ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে বলে জানানো হয়েছে। নতুন করে মৌজা ম্যাপ গড়ে উঠলে কোনও রাজ্যের ভূমি মানচিত্র বিরাট বদলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মোট তিন ধাপে এই সমীক্ষা করা হবে
প্রথম ধাপে থাকবে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলির মত জেলা। দ্বিতীয় ধাপে থাকবে নদীয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মত জেলা আর তৃতীয় ধাপে থাকবে মুর্শিদাবাদ, মালদা , ২ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও দার্জিলিংয়ের মতো জেলা।
আরও পড়ুন: Metro Rail Recruitment 2025: মাধ্যমিক পাসেই কলকাতা মেট্রো রেলে চাকরির সুযোগ
আরও পড়ুন: Pm Kisan Payment Increase: সব কৃষকদের ১২০০০ টাকা দিবে সরকার
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে